DECEMBER 9, 2022

খেলা

ম্যাক্সওয়েল হতে পারলেন না ওয়েড, সিরিজ জিতে নিল ভারত

post-img

আজ গ্লেন ম্যাক্সওয়েল নেই বলে!

ভারত-অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৩ রান। সে তুলনায় আজ একটু কম, ৪০। দুই ম্যাচেই ক্রিজে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। তবে আগের ম্যাচের পুনরাবৃত্তি এ ম্যাচে হলো না। তৃতীয় ম্যাচে অতিমানবীয় শতক করে ম্যাচ জেতানো ম্যাক্সওয়েল দেশে ফিরে গেছেন।

দলকে জেতাতে হলে ওয়েডকে আজ ম্যাক্সওয়েল হতে হতো। সেটা তিনি পারেননি। তাই ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া থেমেছে ১৫৪ রানে। ২০ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল ভারত। আগামী রোববার বেঙ্গালুরুতে শেষ ম্যাচটা শুধুই নিয়মরক্ষার।

আরও পড়ুন

স্মরণীয় সফর শেষে ভারতকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

স্মরণীয় সফর শেষে ভারতকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

ভারত-অস্ট্রেলিয়ার সিরিজে আজই প্রথমবার ২০০ রান তুলতে পারেনি আগে ব্যাট করা দল। রায়পুরে আগে ব্যাট করে স্বাগতিকেরা করতে পেরেছে ১৭৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুর্দান্ত। ঝোড়ো শুরুর নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড। জশ ফিলিপেকে সঙ্গে নিয়ে গড়েন ১৯ বলে ৪০ রানের জুটি। যদিও সেখানে ফিলিপের অবদান ছিল সামান্যই। অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনিই। ৭ বলে ৮ রান করে লেগ স্পিনার রবি বিষ্ণইয়ে বলে বোল্ড হন ফিলিপে।

১৬ বলে ৩১ রান করেছেন হেড
১৬ বলে ৩১ রান করেছেন হেড
ছবি: এএফপি

ব্যক্তিগত ১৬ বলে ৩১ রান করে আউট হন হেড। তাতেই ছন্দপতন হয় অস্ট্রেলিয়ার। বেন ম্যাকডারমট, অ্যান হার্ডি, টিম ডেভিড কিংবা ম্যাথু শর্ট কেউই কার্যকর ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে অধিনায়ক ওয়েড চেষ্টা করেছেন বটে। তবে কাজের কাজ হয়নি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও রুতুরাজ গায়কোয়াড় ৫০ রানের জুটি গড়েন। কিন্তু ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে রিংকু সিং আজ জ্বলে উঠেছেন। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৪ বলে অপরাজিত ২২ রানের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। কাল চতুর্থ ম্যাচে রিংকু করেছেন ২৯ বলে ৪৬ রান।

রিংকু করেছেন ৪৬ রান

রিংকু করেছেন ৪৬ রান
ছবি: এএফপি

মূলত রিংকুর দায়িত্বশীল ইনিংস ও জিতেশ শর্মার ১৯ বলে ৩৫ রানে বড় সংগ্রহ পায় ভারত। ৫ নম্বরে নেমে রুতুরাজের সঙ্গে ৪৮ ও জিতেশের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন রিংকু। ১৫ ওভারে ১৩৪ রান তোলা ভারত শেষ ৫ ওভারে ৪৫ রান তুলতেই ৫ উইকেট হারায়। অস্ট্রেলিয়ার পেসার বেন ডরশুইস নিয়েছেন ৩ উইকেট।

author-img_1

Tanvir Hasan Nahid

0 Comments

Related Post

About Us

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts. Separated they live in Bookmarksgrove right at the coast of the Semantics, a large language ocean.""""""""""

Instagram