DECEMBER 9, 2022

রাজনীতি

কক্সবাজার থেকেও মনোনয়নপত্র নিলেন কল্যাণ পার্টির ইবরাহিম

post-img

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মহাসচিব আবদুল আউয়াল। মঙ্গলবার প্রতিনিধির মাধ্যমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ানের কার্যালয় থেকে দুজনের মনোনয়নপত্র নেওয়া হয়। একই দিনে আসনটির বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন।

এর আগে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ঢাকা-৫ ও ঢাকা-১৪ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেন। দীর্ঘদিন বিএনপির সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে ছিলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ২২ নভেম্বর যুক্তফ্রন্ট নামে নতুন জোট গঠনের ঘোষণা দেন তিনি। এই জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে ওই দিন সংবাদ সম্মেলন করে জানানো হয়।

কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘দলের সিদ্ধান্তেই দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে শেষ পর্যন্ত পার্টির চেয়ারম্যান কক্সবাজার-১ এবং আমি কক্সবাজার-৩ থেকে নির্বাচন করতে পারি।’

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, এ পর্যন্ত কক্সবাজার-১ আসন থেকে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

কক্সবাজার-১ আসন থেকে এ পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এএইচ সালাহউদ্দিন মাহমুদ, জাতীয় পার্টি (এরশাদ) হোসনে আরা আরজু, ওয়ার্কার্স পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ বশিরুল আলম, তৃণমূল বিএনপির চৌধুরী আফতাব নুর, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন; ফজলুল করিম সাঈদী, এ এইচ এম হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, শাহ  নেওয়াজ চৌধুরী প্রমুখ।

চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩।

author-img_1

Tanvir Hasan Nahid

1 Comments

  1. Tanvir Hasan Nahid

    01-Dec,2023 20:44

    This is test Comment

Related Post

About Us

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts. Separated they live in Bookmarksgrove right at the coast of the Semantics, a large language ocean.""""""""""

Instagram